পুরাতন মালদা

ঐতিহ্যবাহী বৈশাখী শিবুপাতা চড়ক মেলা

 

ঐতিহ্যবাহী প্রাচীনতম বৈশাখী শিবুপাতা চড়ক মেলায় মাতলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পূর্ববাঞ্জাপাড়া এলাকার বাসিন্দারা।

    দীর্ঘ প্রাচীনতম রীতি রেওয়াজ মেনে আজও বৈশাখ মাসে শিবুপাতা চড়ক মেলা অনুষ্ঠিত হয়ে আসছে পুরাতন মালদায়। জানা গেছে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে প্রথমে হবিবপুর ব্লকের সজনাপাতা চড়ক মেলা অনুষ্ঠিত হবে। তারপরের রবিবার পুরাতন মালদহের শিবুপাতা চড়কের ঘট ভরে সাত দিন পূজার্চনা করে, পরের শনিবার মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার ঐতিহ্য সন্ন্যাসীর পিঠে বড়শি গেঁথে চড়কে ঘোরানো হয়। পাশাপাশি চড়ক মেলা দেখার আগ্রহে বহু মানুষের সমাগম ঘটে। সেই সঙ্গে মাঠ জুড়ে জমজমাট মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের সারি সারি দোকানের পসরা নিয়ে বসেন দোকানিরা